৯ মার্চ, ২০২১ ১৫:১৯

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রেস বিজ্ঞপ্তি

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।

গত রবিবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এরপর পরই ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। দুপুর ৩টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে ‘তারুণ্যের ভাবনায় ঐতিহাসিক ৭ মার্চ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রিতা।   

বিকেল ৪টায় অনলাইনে ৭ মার্চের ভাষণের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী। সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডীন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার। আলোচনা অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর