২০ এপ্রিল, ২০২১ ২০:০৭

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবনের নামকরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবনের নামকরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণ করা হয়েছে। গত ৬ এপ্রিল বুয়েট সিন্ডিকেটের ৫২৩তম অধিবেশনে নামকরণের প্রস্তাব অনুমোদিত হয়।

মঙ্গলবার বুয়েটের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট পুরকৌশল ভবনের নাম অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নামে নামকরণ করার জন্য বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ২৯ জানুয়ারি উপাচার্য বরাবর একটি আবেদন করা হয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২১ তারিখে পুরকৌশল অনুষদের ৫৮তম সভায় উল্লিখিত বিষয়ে সর্বসম্মতিক্রমে পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণের প্রস্তাব গৃহীত হয়। গত অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫২৩তম অধিবেশনে পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণের উক্ত প্রস্তাব অনুমোদিত হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর