৬ মে, ২০২১ ১৭:৫৬

নিয়োগ নিয়ে রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক

নিয়োগ নিয়ে রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি এম আবদুস সোবহানের শেষ কর্মদিবসে নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২টায় রাজশাহী মহানগর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান করছিলেন। সকাল আনুমানিক ৯টার দিকে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও এসে অবস্থান নেন। দুপুর সোয়া ১২টার দিকে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। 

এরপর প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ প্রটোকলে দুপুর আড়াইটায় ক্যাম্পাস ছেড়েছেন ভিসি এম আবদুস সোবহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিসির বিদায় বেলায় টাকার বিনিময়ে ১২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার শুরু হলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তাদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া প্রায় আধাঘণ্টা চলতে থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাজশাহী মহানগর পুলিশের মতিহার বিভাগের উপকমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘কী ঘটেছে আপনারা সবাই দেখেছেন। এ বিষয়ে আমরা এখনই কোনো মন্তব্য করতে চাইছি না।’

অন্যদিকে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন গণমাধ্যমে অভিযোগ করেন, ‘রাবি ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের ওপর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর