রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে বেলা এগারোটার দিকে তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন।
এরপর তিনি রাবি কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ ড. শাসমুজ্জোহা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারের উদ্দ্যশে রওনা হন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভূ তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সহকারি প্রক্টর সেলিম রেজা প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল