করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ তারিখ থেকে ঘোষিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা হলো।
স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/আরাফাত