ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির মঙ্গলবার গণমাধ্যমকে জানান, আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নেয়। যার সভা আজ (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হলে তা সিন্ডিকেটে পাঠানো হবে, সেখানে চূড়ান্ত হবে। হল খোলার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে নেওয়া হয় না।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলবে এমন খবর ছড়িয়ে পড়েছে। ১৯ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু সম্বলিত তথ্যও প্রচার করছেন কেউ কেউ।
বিডি প্রতিদিন/ফারজানা