রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপুসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাটি।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সহকারী হাই কমিশনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভারতের সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতকালে সহকারী হাই কমিশনার উপাচার্যকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। উপাচার্যও তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতীক খচিত একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম টিপু ও উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন