একইদিনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ৩ পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
প্রক্টরের দায়িত্ব পেয়েছেন হাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ ও সহকারি প্রক্টরের দায়িত্বে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন সহকারী হল সুপারের দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. আজিজুল হক।
দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ উপাচার্যের প্রতি ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় কোনো গ্রুপিংয়ের জায়গা নয়। হাবিপ্রবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে যেভাবে কাজ করা দরকার যেভাবেই কাজ করে যাব।
হাবিপ্রবি’র রেজিস্টার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা