আগামী এক মাসের মধ্যে আন্দোলনরত দৈনিক মজুরী ভিত্তিক ১৫৫ জন কর্মচারীর চাকরি স্থায়ী করণ ও বেতন প্রদানের শর্তে সারাদিন অবরুদ্ধ থেকে রাত ৮ টার দিকে মুক্ত হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. একিউএম মাহবুব।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. একিউএম মাহবুব তার অফিস কক্ষে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীরা ভিসিকে তার কক্ষে রেখে অফিসের মেইন গেটে তালা মেরে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে। এসময় আন্দোলনরত ১৫৫ জন কর্মচারীরাও ভিসির অফিস কক্ষের সামনে অবস্থান নেয়।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দৈনিক মজুরী ভিত্তিক কম্পিউটার অপারেটর গোলাম রসুল বলেন, ভিসি স্যারের সাথে আমাদের সমঝোতা বৈঠক হয়েছে। ভিসি স্যার আমাদের কথা দিয়েছেন আগামী এক মাসের মধ্যে আমাদের দাবি অনুযায়ী সব সমস্যার সমাধান করে দিবেন। এ কারণে আমরা আমাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছি। যদি আগামী এক মাসের মধ্যে আমাদের সকল দাবি মানা না হয় তাহলে আমরা পুনরায় এর চাইতে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন