বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা চাইলে অক্টোবরের আগে স্বশরীরে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে, আর অক্টোবরের আগেই উপাচার্যরা চাইলে বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু করতে পারবেন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলবে নিজস্ব সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে মন্ত্রী আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত তাদের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নিয়ে থাকে; কাজেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত তারাই নিবে। তবে আমরা উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করব।
বিডি-প্রতিদিন/শফিক