করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৯ মাস পর অর্থাৎ আগামী ২৫ অক্টোবর (সোমবার) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলও খুলে দেয়া হচ্ছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৬৭তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক হলগুলো স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৫ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। আগামী ২৫ অক্টোবর মাস্টার্স, ২৬ অক্টোবর চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ ও ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষের বৈধ আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। এছাড়া খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার ভ্যাকসিন দেয়ার বুথ বসানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন