সশরীরে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ৫৬৮ দিন পর শিক্ষার্থীদের আগমনে মুখোরিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২২ বিভাগে একযোগে সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়।
এছাড়া আদালতের নির্দেশে দুই শিক্ষার্থীর পরীক্ষা কারাগার থেকে গ্রহণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম আক্তারুজ্জামান। সংশ্লিষ্ট বিভাগের দুইজন শিক্ষক কারাগারে গিয়ে তাদের পরীক্ষা নেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। দ্রুত পরীক্ষা শেষ করতে বন্ধের দিনেও পরীক্ষা নেওয়া হবে। এছাড়া কারাগারে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থী পরীক্ষা দিতে আদালতে আবেদন করে। আদালত তাদের আবেদন মঞ্জুর করে পরীক্ষা নিতে নির্দেশ দিলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে দুইজন শিক্ষক গিয়ে তাদের পরীক্ষা নেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ