১৭ অক্টোবর, ২০২১ ১৮:১১

চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। রবিবার বিকেল ৫টার দিকে শাহ্ আমানত ও শাহ্ শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। এর জের ধরে পরদিন শুক্রবার জুমার পর সিক্সটি নাইনের আরও দুই কর্মীকে কুপিয়ে আহত করে সিএফসি। এ ঘটনার জের ধরে আবারও সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ।  

ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপ হলো- বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসি। এর মধ্যে সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত।   

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পরস্পর ঝামেলা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতয়েনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।   

 বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর