রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের তদন্তে নাম আসা বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে নিখিল রঞ্জন ধরকে।
আজ রবিবার বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার তাকে অব্যাহতি দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।
উল্লেখ্য, সম্প্রতি প্রশ্নফাঁসের ঘটনায় নিখিল রঞ্জন ধরের নাম আসে। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হওয়া পরীক্ষার প্রশ্নের এক সেট করে ওই শিক্ষক নিয়ে যেতেন বলে অভিযোগ ওঠেছে।
বিডি-প্রতিদিন/শফিক