ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ০৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এ তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬৪ জন, ‘বি’ ইউনিটে ৩৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৮৫ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে মোট ভর্তি হয়েছে ৬২০ জন। খালি রয়েছে ১৪৭৫টি আসন। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন