বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ২০২১-২২ ও স্নাতকোত্তর উইন্টার ২০২১ টার্মে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সকালে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. প্রফেসর মো. মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার।
শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ায় করোনাকালে আমরা আজ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি।
ওরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিয়মাবলী, হলের নিয়মাবলী, বিভিন্ন অনুষদের কোর্স প্রোগ্রাম বিষয়ে প্রক্টর, প্রভোস্ট ও ডীনগণ বিস্তারিত তুলে ধরেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বর্তমান ও সাবেক ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, গ্রন্থাগার প্রধান, প্রক্টর, হল প্রভোস্টবৃন্দ, ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম