খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরে শনিবার বাণী অর্চনা ও মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাণী অর্চনা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রেখে বিশ্বজনীন জ্ঞানের চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আসলে জ্ঞানের বিষয়টা আমাদের মনন তথা হৃদয়ে ধারণ করতে হবে। জ্ঞানচর্চা মানুষের চিন্তা ও চেতনার বিকাশ ঘটায়। সনাতন ধর্মে বাণী অর্চনার মুখ্য উদ্দেশ্য বিদ্যালাভ, আর বিদ্যালাভ মানেই জ্ঞানলাভ।’
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় স্থাপনাসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান এবং এর জন্য রাজস্ব খাতে বরাদ্দ প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে।’ তিনি সুষ্ঠুভাবে এ আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু। বাণী অর্চনা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আরও ছিলো বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রতিমা স্থাপন, পূজা অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ।
বিডি প্রতিদিন/ফারজানা