হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের খাবারের মান পরিদর্শন করতে গিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম (টিপু)।
রবিবার দুপুর দেড়টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শের ই বাংলা এ কে ফজলুল হক হল পরিদর্শন করেন।
হলের ডাইনিং পরিদর্শনের পর তিনি বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের মান নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়ে আসছি। সে পরিপ্রেক্ষিতে আজকে আমরা হলে খাবারের মান পরিদর্শনে এসেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের অনেকের তেমন অভিযোগ নেই। দু-এক জনের খাবারের বিষয়ে অভিযোগ রয়েছে। সেটা সমাধানের জন্য হল প্রাধ্যক্ষ শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে কথা বলে সমাধান করবে।
এছাড়া কর্মচারীদের খাবারের ঢাকনা ও উচ্ছিষ্ট ফেলার জন্য আলাদা বাটি ব্যবহারের নির্দেশ দেন তিনি। হলের ডাইনিং পরিদর্শনের সময় প্রক্টর অধ্যাপক আসাবুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ ও শের ই বাংলা হলের প্রাধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর