টানা ১৩ দিন ছাত্র-ছাত্রীদের আন্দোলনে উত্তাল ছিলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার শাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে শাবি প্রশাসন।
অবশ্য আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের দাবি-তাদের বেঁধে দেয়া কয়েকটি দাবির মধ্যে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমদকে অব্যাহতি প্রদানও ছিলো একটি শর্ত।
এদিকে, রবিবার (৬ ফেব্রুয়ারি) শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
একই সাথে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে পরবর্তী নির্দেশনা না দেওয়ার আগ পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়ােগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমােতাবেক দায়িত্ব পালনকালে ভাতাসহ অন্যান্য সুযােগ সুবিধা পাবেন। এ আদেশ তার যােগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে রেজিস্ট্রার প্রেরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল