খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ সোমবার আকষ্মিক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও খান বাহাদুর আহছানউল্লা হলের রান্নাঘর, ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য ডাইনিংয়ে রান্নাকৃত খাবার খেয়ে মান যাচাই করেন ও খাবারের মূল্য পরিশোধ করেন। তিনি হলের ডাইনিং পরিচালনাকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মান যেনো সন্তোষজনক থাকে সে বিষয়েও নির্দেশনা দেন।
উল্লেখ্য, খুবির আবাসিক হলের খাবারের মান নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন কয়েকজন শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য ডাইনিং হল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইকবাল হোসেন।
বিডি প্রতিদিন/আবু জাফর