রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের নামে সেই নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সাইনবোর্ড টাঙানো হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ২০ তলা একাডেমিক বিজ্ঞান ভবনের সাইনবোর্ড দিয়ে এ নামকরণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে এই নির্মাণাধীন ভবনের সামনে হিমেল তার জীবন হারিয়েছে। আমরা এর প্রতিবাদ করে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, নিহত হিমেলের নামে এই ভবনের নামকরণ করতে হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বাস দেয় যে তারা এই ভবনের নামকরণ হিমেলের নামেই করবেন। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তার স্মৃতি এই ভবনের মাধ্যমে চিরঞ্জীবী হোক। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটি আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া অবধি এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। আর এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আমাদের সব দাবি মেনে নেয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঘটনাস্থলের সড়ক ও ওই ভবনের নাম হিমেলের নামে করার আশ্বাস দিয়েছি। আমরা সেই অনুযায়ী কাজ করছি। যদিও বিষয়গুলো সময় সাপেক্ষ। তাই সে পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
সাইনবোর্ড টাঙানোর সময় বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ২০ তলা বিজ্ঞান ভবনের সামনে পাথর বোঝাই একটি ট্রাকচাপায় নিহত হোন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। আহত হন একই অনুষদের শিক্ষার্থী ও হিমেলের সহপাঠী রায়হান রিমেল। এরপর বিক্ষুব্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায় তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন