বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে সপ্তাহব্যাপী “মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২” আয়োজন করা হয়।
৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
টুর্নামেন্টটের চারটি গ্রুপে প্রতিটির উইনারগণ একে অপরের সাথে সেমিফাইনাল খেলবে। অংশগ্রহণকৃত খেলোয়াড়দের মধ্য থেকে উইনার, রানার আপ ও দ্বিতীয় রানার আপ চূড়ান্তভাবে নির্বাচিত হবে।
টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: ময়নুল হক, সাধারণ সম্পাদক ড. আসিফ রেজা অনিকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় ওয়ালটন বাংলাদেশ লি: টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন