রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার রোল মডেল হিসেবে তৈরি করতে চাই। আমরা এজন্য বেশকিছু পরিকল্পনাও হাতে নিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা পেলে এই পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা সম্ভব হবে।’
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাবি রিপোর্টার্স ইউনিটির (রুরু) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন রাবি উপাচার্য।
এদিন উপাচার্যের কনফারেন্স কক্ষ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল এই সাংবাদিক সংগঠনটির সভাপতি রাশেদ শুভ্র ও সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের নেতৃত্বে উপাচার্যের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রুরু’র সদস্যদের উদ্দেশে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, সার্বিক পরিস্থিতি, যেকোনো সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরবে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। তারা বস্তুনিষ্ঠভাবে বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর তুলে ধরবে ও মতামত জানাবে। আমরা সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির উপদেষ্টা আরাফাত রহমান, সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ ও খুর্শিদ রাজীব, বর্তমান সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ পরাণ, কোষাধ্যক্ষ আসিফ আহম্মেদ দিগন্ত, সাংগঠনিক সম্পাদক তানভীর অর্ণব, দফতর সম্পাদক ফুয়াদ পাবলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, উপ-প্রচার ও প্রকাশন সম্পাদক মারুফ হাসান মিলু, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক শেখ ফাহিম আহমেদ, অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারজিয়া আকতারসহ সংগঠনের অন্যান্য সাবেক ও বর্তমান সদস্যরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন