দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্প্রতি দেশের ৭ম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ (সংশোধিত) এর সকল শর্ত পালনের প্রেক্ষিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও পরিচালনার জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে শিক্ষামন্ত্রণালয় এই স্থায়ী সনদ প্রদান করেছে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি এর নীতিমালা অনুসরণ করে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা মোতাবেক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে বদ্ধপরিকর ও বিজ্ঞানভিত্তিক উচ্চতর গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা নিশ্চিতকরণে গবেষণা খাতে অর্থ বরাদ্ধের পরিমাণ আরো বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ।
বর্তমানে দেশে অনুমোদিত ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭ম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ প্রাপ্তিতে পুরো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এই উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টি যাতে একই লক্ষে নিবেদিতভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশিন, শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দ ও অন্যান্য সকলের নিরন্তর সহযোগিতা তিনি কামনা করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন