ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের আম গাছগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। বসন্তের হিমেল হাওয়ায় দুলছে মুকুল। বসন্তের শীতল হাওয়ায় চারদিকে ছড়াচ্ছে মুকুলের পাগল করা ঘ্রাণ। মৌ মৌ গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। মৌমাছির গুঞ্জন আর মুকুলের ঘ্রাণে মুগ্ধ হয়েছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, আমবাগান, অনুষদ ভবন এবং লাইব্রেরি পাশের এলাকাসহ ক্যাম্পাসের সব আম গাছে ফুটেছে আমের মুকুল। মধুমাসের আগমনী বার্তা শোনা যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ। আম গাছের মুকুলে ভিড় করছে প্রজাপতি এবং মৌমাছিরা। এছাড়া ছোট ছোট পাখিরা আম গাছের এক ডাল থেকে আরেক ডালে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আলিম বলেন, ‘আম গাছে এবার আগেভাগে মুকুল এসেছে। মুকুলের সুবাস মুগ্ধ করছে আমাদের। এখন মধুমাসের অপেক্ষায় রয়েছি।’
বিডি প্রতিদিন/এমআই