চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হতে চলেছে নানান কার্যক্রম। এই দিনে চট্টগ্রাম অঞ্চলের ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করার উদ্যোগও নিয়েছে বিশ্ববিদ্যালয়।
বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
লিখিত বক্তব্যে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিষয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ৩০ বছর আছি। আমার জানা নাই এ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধাকে বিশ্ববিদ্যালয় সম্মাননা দিয়েছে। ৫০ জনকে দিয়ে শুরু করছি তবে এটি অব্যাহত থাকবে। এছাড়াও উপাচার্য বলেন, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডারদের কাছে আমরা তালিকা চেয়েছি, উনারা যাচাই-বাছাই করে আমাদের তালিকা দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক খাইরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।
বিডি প্রতিদিন/এএম