২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোবিপ্রবিতে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের জীবিত ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা বিষয়ক একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, বিএমএস বিভাগের প্রভাষক তাসনীম আলম। সদস্য সচিব হিসেবে রয়েছেন- নোবিপ্রবি উপাচার্য়ের একান্ত সচিব আবু জুবায়ের।
বিডি প্রতিদিন/এএম