গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলন, প্রতীকী ব্ল্যাক আউট, মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে সাত টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাত ৯টায় এক মিনিট ক্যাম্পাসে ব্ল্যাক আউট পালন করা হয়। রাত সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুর-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর ও প্রশাসনিক ভবন চত্বরে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর