এআইইউবি আন্তঃকলেজ প্রমিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২-এর ফাইনালে শিরোপা জিতেছে ভাষানটেক স্কুল এন্ড কলেজ। রানার্স আপ হয়েছে সবুজবাগ সরকারি কলেজ। গতকাল শনিবার ম্যাচটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মাঠে অনুষ্ঠিত হয়। তৃতীয় স্থান অধিকার করেছে মাইলস্টোন কলেজ। ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ।
ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি জিতেছেন ভাষানটেক স্কুল এন্ড কলেজের সানজিদা। ফাইনাল ম্যাচে সেরা পারফরম্যান্সের জন্য সবুজবাগ কলেজের সিথীকে ম্যান অফ দ্য ফাইনাল ট্রফি প্রদান করা হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআইইউবি এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক মন্জুর এইচ খান, এআইইউবি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অংশগ্রহণকারী কলেজসমূহের প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এই টুর্নামেন্টটি এআইইউবি এর মাঠে ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট ৮টি কলেজ অংশ নেয়।