ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক শিক্ষার্থী মারধরের অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদারের বিরুদ্ধে।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এসএম হলে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজিমুল হক রাকিব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
রাকিব জানান, গত শুক্রবার রাত দুইটার দিকে তার ৪ বন্ধু ঘুম থেকে তাকে ডেকে তুলে বলে, ‘তানভীর ভাই যেতে বলছে’। কাঁচা ঘুম থেকে উঠায় মাথা ব্যথা করছিল বলে তিনি যেতে অপারগতা প্রকাশ করেন। পরে তারা পুনরায় এসে বলে, ‘তোকে যেতেই হবে’।
রাকিব বলেন, আমি তার (তানভীর শিকদার) রুমে যাওয়ার পর আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেন এবং পরবর্তীতে গালিগালাজ করেন। ‘তুই প্রোগ্রাম করিস না কেন?’ বলে আমার গালে জোরে থাপ্পড় দেন। ওই সময় সেখানে বিভিন্ন বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
রাকিব আরও জানান, তাকে হল থেকে বের হয়ে যেতে বলা হয়। তিনি রুমে আসলে পরে আবার ডেকে হল শাখা ছাত্রলীগ সভাপতি তানভীর হুমকি দিয়ে বলেন, ‘ভালোভাবে হলে থাকতে চাস তাহলে প্রোগ্রাম, গেস্টরুম করতে হবে। না হলে টর্চার সেল গঠন করব।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি তানভীর শিকদার। তিনি বলেন, আমাদের হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। সেটার দায়িত্ব বণ্টনের জন্য তাকে ডাকা হয়েছিল। সিনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করায় তারাই তাকে বকাঝকা করেছে, মারধর করেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে রাকিব তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তানভীর শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন সাদ্দাম হোসেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মজিবুর রহমান বলেন, আমার কাছে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে সাংবাদিকদের থেকে বিষয়টি শুনেছি। এ বিষয়ে হলের সংশ্লিষ্ট শিক্ষককে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি।
বিডিপ্রতিদিন/কবিরুল