গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডার ৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বিভিন্ন গবেষণা মাঠ ও ল্যাব পরিদর্শন করেন।
শনিবার পরিদর্শন শেষে এক পরামর্শ সভায় অংশগ্রহণ করে প্রতিনিধি দলটি।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় কানাডা প্রতিনিধি দলের কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ ড. বলজিৎ সিং, জিআইএফএস এর সিবিই মি. স্টিফেন ভিশ্চার, জিআইএফএস এর বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ইন ফুড সিকিউরিটি ড. এন্ড্রু শার্প এবং জিআইএফএস এর আন্তর্জাতিক কর্মসূচি উন্নয়ন ব্যবস্থাপক মি. হাসান পারভেজ আহমেদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় পরামর্শ সভায় সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. বলজিৎ সিং এবং বশেমুরকৃবি’র পক্ষে পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ড উপস্থাপন করেন।
পরামর্শ সভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডীন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি বিষয়ক সহযোগিতায় বিগত ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। উক্ত এমওইউ এর আওতায় কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু গবেষণা চেয়ার’ স্থাপন, ঢাকায় জিআইএফএস আঞ্চলিক অফিস স্থাপন, জিআইএফএস-বশেমুরকৃবি এর যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডু কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন