শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল (রবিবার) সকাল ১০টায় খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। হলের বৈধ আবাসিক শিক্ষার্থীরা কেবল তাদের হল কার্ড প্রদর্শনপূর্বক হলে প্রবেশ করতে পারবে।
এজন্য বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হলের শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে আজ দুটি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার (ভারপ্রাপ্ত উপাচার্য) নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সঙ্গে ও বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের সঙ্গে সভা দুটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শবে কদর, মে দিবস ও ঈদুর ফিতর উপলক্ষে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ৮ মে সকাল ১০টায় খুলছে আবাসিক হলসমূহ। একই দিন থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে ১২ মে পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৫ মে থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম।
বিডি প্রতিদিন/আরাফাত