১৬ মে, ২০২২ ১১:৪৯

ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে সন্ধ্যা থেকে

অনলাইন ডেস্ক

ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে সন্ধ্যা থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র আজ সোমবার থেকে ডাউনলোড করা যাবে। গ ও খ ইউনিটের প্রবেশপত্র আজ সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। অন্যান্য ইউনিটের প্রবেশপত্র রাত সাড়ে ৮টা থেকে পাওয়া যাবে। প্রতি ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আগামী ৩ জুন থেকে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। আসনসংখ্যা ৬ হাজার ৩৫টি। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন। গত ২০ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। 

আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এরপর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর