ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে একই বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান কর্তৃক হত্যার হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান।
ইউট্যাবের নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মার্কেটিং বিভাগের সভা চলাকালে একজন শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানকে প্রকাশ্যে অকথ্য গালমন্দ করে হত্যার হুমকি দেয়াটা ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন