শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
হলের খাবারের মান নিয়ে পোস্ট করায় পাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর
পাবনা প্রতিনিধি
অনলাইন ভার্সন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে মারাত্মক আহত করেছেন কয়েকজন যুবক। আহত ওই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত নূরুল আমিন পাবিপ্রবির অর্থনীতি বিভাগের ১১ তম ব্যাচের (৩য় বর্ষ প্রথম সেমিষ্টার) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
ওই বিভাগের আরেক শিক্ষার্থী ওহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জানার সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসি। তার মাথায় আঘাত করা হয়েছে। সে মাঝে মাঝেই সংজ্ঞা হারিয়ে ফেলছেন। তবে এ ঘটনার আমরা সুষ্ঠু বিচার দাবি করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তারা ইতোমধ্যে তাকে এসে দেখে গেছেন।
তার সহকর্মীরা জানান, শনিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ইতিহাস বিভাগের ১১ তম ব্যাচের অনিক পোদ্দার, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ১১ তম ব্যাচ শাহ আলম, জহির রায়হান, ইমনসহ কয়েকজন নূরুল আমিনকে রুম থেকে ডেকে হলের ছাদে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তারাই আবার রুমে নিয়ে এসে দিয়ে যায় নূরুলকে। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে রাত দেড়টার দিকে আমরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। আহত নুরুলের সংজ্ঞা ফিরে এলে তিনি কয়েকজনের নাম বলেছেন। হলের ডাইনিংয়ের খাবার নিয়ে নূরুল সম্প্রতি একটি পোস্ট দেন ফেসবুকে। এতে ক্ষুব্ধ হয়েই তারা তাকে মারধর করেন বলেও জানায় নূরুল।
তবে অভিযুক্ত অনিক পোদ্দার মারধরের বিষয়ে অস্বীকার করলেও রুম থেকে ডেকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সাথে হলের খাবার সংক্রান্ত কোনও বিষয়ে তাকে মারধর করা হয়নি বলেও দাবি করেন। তবে একটি মিটিংয়ের জন্য তারই কয়েকজন বন্ধুরা মিলে নূরুল আমিনকে রুম থেকে ডেকে নিয়ে ছাদে নিয়ে কথা বলার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
পাবনা জেনারেল হাসপাতালের নাক-কাণ-গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডা: মনিরুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর সম্ভবত কানের পর্দা ফেটে গেছে। তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে। মাথায় আঘাত জনিত কারণে এমনটি হতে পারে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে রবিবার (২২ মে) একটি অনুষ্ঠান ছিল। তবুও বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই আমরা হাসপাতালে গিয়েছি, খোঁজ খবর নিয়ে তার চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। প্রথমত ছেলেটাকে রক্ষা করাই আমাদের মূখ্য বিষয়। তবে এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে। যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
টপিক
এই বিভাগের আরও খবর