চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করে কমিটি বর্ধিত করার দাবিতে আন্দোলন করেছে পদবঞ্চিতরা। এসময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হলে আটকে পড়ে শহরগামী শিক্ষক এবং শিক্ষার্থীদের বাস।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারীদের দাবি হচ্ছে, পদবঞ্চিতদের মূল্যায়ন করে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের কমিটিতে অর্ন্তভুক্তকরণ। কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ।
এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদবঞ্চিত এবং অমূল্যায়িত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিভিন্ন উপগ্রুপ থেকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন