রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শতাধিক আসন ফাঁকা রেখেই ২০২১-২২ সেশনে স্নাতক প্রথমবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিভিন্ন অনুষদ ও বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার থেকে ২০২১-২২ সেশনের আনুষ্ঠানিক ক্লাস শুরু হয়েছে। তবে বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে প্রায় ৯০টি এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে প্রায় ২০টি আসন ফাঁকা রয়েছে। তবে ‘বি’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই। আসন ফাঁকা সাপেক্ষে আগামী ৮ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদে ভর্তি কার্যক্রম চলবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট অনুষদ কর্তৃপক্ষ বলছে, অন্যত্র সুযোগ হওয়ায় অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছেন। তাই বিভিন্ন বিভাগে আসন ফাঁকা হচ্ছে। তবে পরবর্তী মেধা তালিকা থেকে ফাঁকা আসন পূর্ণ করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে।
বিডিপ্রতিদিন/কবিরুল