রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই বিভাগের অন্য এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিভাগের সভাপতি অধ্যাপক ইসমাত আরা বেগমের অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিভাগের সহযোগী অধ্যাপক হাকিমুল হক।
এ বিষয়ে অধ্যাপক ইসমাত আরা বেগম বলেন, সে আজ সকালে আমার অফিস কক্ষে তার একটি চিঠি স্বাক্ষর করানোর জন্য নিয়ে আসেন। এসময় আমি তাকে পূর্বের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বলি এবং তা নাহলে তার চিঠিতে আমি স্বাক্ষর করবো না বলে জানায়। এরই পরিপ্রেক্ষিতে সে আমাকে স্বাক্ষর দেয়ার জন্য হুমকি দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টেবিল চাপড়িয়ে টেবিলের গ্লাস ভেঙে ফেলে। এছাড়া কক্ষ থেকে বের হওয়ার সময় আমাকে লেখার অযোগ্য ভাষায় গালি দেয় এবং পরে লাঠি দিয়ে মারার হুমকি দেয়। ঘটনাটির দৃশ্য কক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যাবে।
তিনি আরো বলেন, এর আগে অন্য আরেকজন শিক্ষিকাকেও এভাবে গালি দেওয়ায়, ওই শিক্ষিকা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সে বেশ কিছুদিন থেকে বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের সাথে কুরুচিপূর্ণ ব্যবহার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছেন। গত ১৬ অক্টোবরেও আমার সাথে কুরুচিপূর্ণ ব্যবহার করে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ড. হাকিমুল হক বলেন, অভিযোগগুলো সব মিথ্যা। আমি গতকাল সারারাত ধরে আমার একটা প্রজেক্ট রেডি করেছি। আমি একজনের মাধ্যমে আমার প্রজেক্ট পেপারটি স্বাক্ষর করার জন্য তার কাছে পাঠায়। কিন্তু সে আমার চিঠিতে স্বাক্ষর করেনি। বিভাগের চেয়ারম্যান হিসাবে তার দায়িত্ব ছিলো তার রুটিন দায়িত্ব পালন করা। তার কক্ষে সিসিটিভি ক্যামেরা আছে, ওইটার ফুটেজ দেখলেই সব বোঝা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল- ইসলাম বলেন, এ বিষয়ে কিছুটা শুনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি। বিভাগের চেয়ারম্যান বা অন্য কেউ এখনো এ বিষয়ে কিছু বলেনি। বিভাগ থেকে যোগাযোগ না করা পর্যন্ত কিছু বলা উচিত না।
বিডি প্রতিদিন/এমআই