গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংবিধান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি, কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংবিধান দিবস উদযাপনের অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় একটি আনন্দ র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আইন অনুষদের ডিন ড. মো রাজিউর রহমান ৪ নভেম্বর সংবিধান দিবসকে জাতীয় সংবিধান দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অভিনন্দন জানান।
তিনি বলেন, এই ঘোষণার ফলে বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সাংবিধানিক কাঠামোতে ফিরে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবিধান কেবল এদেশের সর্বোচ্চ আইন নয় বরং এতে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র বর্ণিত হয়েছে।
এদিকে বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আগামী ৯ নভেম্বর কুইজ প্রতিযোগিতা ও বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল