থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এর প্রতিনিধি দল মঙ্গলবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাস্পাস পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন এআইটি এর স্কুল অব ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. রজার লেভারমোর। প্রতিনিধি দল এআইইউবি এর ভাইস-চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হাসানুল এ. হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়ই উচ্চ শিক্ষা কার্যক্রম, গবেষণা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষা সফর, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি এবং দ্বৈত ডিগ্রি বিষয়ে মতবিনিময় করেন।
প্রফেসর ড. রজার লিভারমোর এআইইউবি’র ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট এবং এইচআরএম আয়োজিত ‘কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড প্রসেস ইমপ্রুভমেন্ট ইনেশিয়েটিভ্স অব বিজনেস স্কুল’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া প্রতিনিধি দল ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক-শিক্ষিকা এবং বিশ্বাবিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।
এআইইউবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পারস্পারিক সহযোগিতা প্রসারিত করতে সক্ষম হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল