রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের গ্যালারিতে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উপাচার্য বলেন, মধ্যবর্তী শ্রেণীর বিকাশ ও সমকালীন সাহিত্যের সাথে একটা অঙ্গাঅঙ্গী সম্পর্কে জড়িত। এ ধরনের সাহিত্য সম্মেলন বর্ষার মেঘের মতো। বর্ষার আর্শীবাদে যেমন নতুন বৃক্ষ গজায়, তেমনি এই সাহিত্য চর্চার মাধ্যমে সাহিত্যিকদের নতুন দিক উন্মোচিত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও বাঙালিপনা নিয়ে এগিয়ে যাক এই সাহিত্যের মিলনমেলা।
জানা গেছে, 'সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাহিত্য ও গবেষণা সাময়িকী 'নিরিখ' তৃতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। এ বছর সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করছেন বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় ৫৮ জন গবেষক। দুইদিন ব্যাপী এই সম্মেলনের প্রথম অধিবেশনে 'সাহিত্যে সমকাল' নিয়ে মুখবন্ধ বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়া প্রবন্ধ পাঠ করেছেন সুমনা পাত্র, সৌমেন রক্ষিত, অদ্রিজা ভট্টাচার্য, নন্দ কুমার পাখি, সুমিতা মুখোপাধ্যায়, অর্জুন কুমার, শরৎ কুমার জেনা প্রমুখ।
নিরিখ সাহিত্য সম্মেলনের সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি বলেন, সাহিত্যকে ঘিরেই এই মিলনমেলা। বিশ্বের অপেক্ষাকৃত পুরনো ও সমকালীন সাহিত্যের অবস্থা গবেষণার মাধ্যমে তুলে ধরাই এই উদ্দেশ্য। তাছাড়া বিশ্বের সাহিত্য প্রেমী নবীণ-প্রবীণ গবেষকদের মিলন ও পরিচিতির লক্ষ্যেই আমারা এই আয়োজন করে থাকি।