সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়োজাহাজের ভেতর দু’জন যাত্রীর হাতাহাতির একটি ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল। যা বাংলাদেশ বিমানের বলে প্রচার করা হয়। তবে ভাইরাল হওয়া সেই ভিডিও বিমানের অভ্যন্তরে নয় বলে দাবি করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। বিমানের চিফ পার্সার (পি অ্যান্ড এস) ওয়াহিদা মাসুক ও এডমিন শাখার এসিসস্ট্যান্ট ম্যানেজার শাকিল (পি এন্ড এস) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানের ইনফ্লাইটে এ ধরণের ঘটনা ঘটলে বিমানের (এসওপি) অনুযায়ী পার্সার লগ এবং লগে লিপিবদ্ধ করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ বিমানে এ ধরণের কোন ঘটনার বর্ণনা পাওয়া যায়নি।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, এটা আমাদের নজরে এসেছে। আমরা এটা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু হয়ে গেছে। আমরা কয়েকজনকে প্রাথমিক নোটিশও দিয়েছি। কারণ এটার সোর্স খুবই দূর্বল। সম্প্রতি সময়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বিমানে।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        