৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:৩৯

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত এবং মোটরসাইকেল ও অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করাসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল সংলগ্ন সড়কে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) জাহিদ হাসান নামে এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। বাইকের চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ফেরদৌস মাহমুদ নিওন (৪৫ ব্যাচ)।

আহত জাহিদ হাসানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান।

তাদের অন্য দাবিগুলো হলো-আহত শিক্ষার্থীর চিকিৎসা ও শিক্ষার ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে, মোটরসাইকেল চালকের শাস্তি নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সামনে গতি নিরোধক নির্মাণ করতে হবে।

পরে রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম বাসভবন থেকে বের হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি দাওয়া মেনে নেন। তিনি বলেন, আগামী সাত কর্ম দিবসের মধ্যে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর