হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ-১ এ সমাপনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শরীরচর্চা ও শিক্ষা শাখার পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার।
দুপুরে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের পরে ক্রীড়াবিদদের শপথ পাঠ করানো হয় এবং আড়াইটায় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর কামরুজ্জামান। পরে ইভেন্ট অনুযায়ী চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর।
বিডি প্রতিদিন/নাজমুল