‘কানেক্টিং দি কনস্ট্যান্ট’ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর ১৮টি ব্যাচের শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী মিলনমেলা (গেট টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী গল্প-আড্ডা, ক্যারিয়ার ডিসকাশন, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্টের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের একাডেমিক ভবন-২ হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
বিকালে ক্যারিয়ারের ডিসকাশনে বর্তমান ছাত্র-ছাত্রীকে উদ্বুদ্ধ করার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্যের গল্প শোনায়। এসময় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার তুলিসহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মোঃ মফিজ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা মোঃ ইমরান পারভেজ।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে চালু হওয়া হাবিপ্রবিতে তিনটি বিভাগের সমন্বয়ে ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির এ পর্যন্ত ১৪টি ব্যাচ বের হয়ে গেছে এবং ৪টি ব্যাচ চলমান রয়েছে। এফপিই গেট টুগেদারে ১৮ টি ব্যাচের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
বিডি প্রতিদিন/নাজমুল