অডিও ফাঁসের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএসকে) অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার রাতে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম নিজের পিএস আইয়ুব আলীকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ‘ভিসি স্যার গত বুধবার রাতে আমাকে ডেকে ছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই বৃহস্পতিবার সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।’
নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে 'ফারাহ জেবিন' ও 'মিসেস সালাম' নামে ২টি ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতি ও শুক্রবার উপাচার্য আবদুস সালামের কণ্ঠসদৃশ ৫টি ফোনালাপের অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে পরীক্ষার আগেই চাকরির প্রশ্নফাঁসের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর নিয়োগবাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়।
বিডি প্রতিদিন/নাজমুল