জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের আবাস্থল 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রানী সরকার।
বুধবার (০১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আগামী ৪ মার্চ হতে এই আদেশ কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ