ক্যারিশম্যাটিক বঙ্গবন্ধু আধুনিকতায়ও অনেক বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্বের শোষিত, নির্যাতিত মানুষের অনুপ্রেরণার উৎস।
মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ: বাংলাদেশ জাতিরাষ্ট্রের সৃষ্টি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ৭ মার্চ একদিনে তৈরি হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ বছর ধরে এই ক্ষণটি রচনা করেছেন।
আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। আলোচনা সভাটি পরিচালনা করেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. মনিরুজ্জামান শাহীন।
বিডি প্রতিদিন/এএম