১১ মার্চ, ২০২৩ ১৭:৩৮

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে উদ্যোক্তা মেলা

প্রেস বিজ্ঞপ্তি

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে উদ্যোক্তা মেলা

লেখাপড়া শেষ করে বসে না থেকে নিজে নিজেই যাতে উদ্যোক্তা হতে পারে, এ লক্ষ্যে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ‘স্মার্ট উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা-২০২৩।

১০ মার্চ এ মেলার উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ প্রকৌশলী আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার, উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মেলায় উপস্থিত ছিলেন।

পরে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ প্রকৌশলী আব্দুল আজিজ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। বিচিত্র পণ্যের সম্ভার নিয়ে মেলায় ৫০টিরও অধিক স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন করেন।

ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম বলেন, আমরা প্রতি বছর মেলার আয়োজন করে থাকি। প্রতিবারের মতো এবারও মেলার সমাপনীতে সেরা তিন স্টলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। মেলা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর