২৭ মার্চ, ২০২৩ ১৩:৩৫

রাবি ভর্তির পরীক্ষার প্রাথমিক আবেদন পড়েছে ২ লাখ

রাবি প্রতিনিধি

রাবি ভর্তির পরীক্ষার প্রাথমিক আবেদন পড়েছে ২ লাখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন পড়েছে ২ লাখ ২ হাজার ৬৪০টি। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানান। 

জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, গত ১৫ মার্চ রাত ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। ২৭ মার্চ দুপুর ১২টা পর্যন্ত মোট আবেদন পড়েছে ২ লাখ ২ হাজার ৬৪০টি। যারমধ্যে একই ভর্তিচ্ছুর একাধিক ইউনিটে আবেদনের প্রেক্ষিতে এ ইউনিটে ১ লাখ ৩৭ হাজার ৩৭১টি, বি ইউনিটে ৯০ হাজার ৯৮৮টি ও সি ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৮৩৫টি আবেদন পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, এবছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৯-৩১ মে অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে এক ঘন্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর